





জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নড়াইলেই সাংসদ মাশরাফিকে এবার






দেখা যাবে একটি বিশেষ গানের ভিডিওতে। আসছে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবার






এই দিবসকে সামনে রেখে ‘সব্বাই সবার মতনই’ শিরোনামে বিশেষ একটি গান করেছেন ফসিলস
ব্যান্ডের রুপম ইসলাম। কথাও তার লেখা। আর এই গানে কণ্ঠ দিয়েছেন রাজু নামের একজন কণ্ঠশিল্পী।
এই গানের ভিডিওতেই মাশরাফিকে দেখা যাবে। এতে মাশরাফির সঙ্গে দেখা যাবে গুনী অভিনয়শিল্পী, মডেল ও চিত্রশিল্পী বিপাশা হায়াতকে।
ড্রামা আকারে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ে প্রচারিত হবে গানের ভিডিও প্রচারিত হবে।