Home / মিডিয়া নিউজ / নয়া ধা’মাকা দিয়ে আগের রূ’পে ফিরলেন অপু বিশ্বাস

নয়া ধা’মাকা দিয়ে আগের রূ’পে ফিরলেন অপু বিশ্বাস

এক সময় প্রা;য় প্রতি’দিন ছবির শুটিং করতেন চি’ত্রনা’য়িকা অপু বিশ্বাস। সেই ব্যস্ততা এখন আর

নেই তার। এর পেছনে একাধি’ক কা’রণও আছে। প্রথমত’ মা হওয়ার জন্য দীর্ঘ বিরতি নি’য়েছি’লেন।

মাতৃ’ত্বে’র দায়ি’ত্ব পালন করতে গিয়ে একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব ফি’রিয়েও দিয়েছি’লেন

এ চিত্র’নায়িকা। এছাড়া ফি’টনেস ফি’রিয়ে আ’নার জ’ন্যও বেশ পরি’শ্রম করতে হয়ে’ছিল তাকে।

তবে দ্রুত সময়ের ম’ধ্যেই ফিরে’ছি’লেন ক্যা’মেরার সামনে। দে’বা’শীষ বিশ্বা’সের পরিচা’লনায়

‘শ্বশুর’বাড়ি জি’ন্দাবাদ-২’ নামের একটি ছবিতে অভিনয় করে আ’বারও ভক্ত’দের মধ্যে ফিরে আসা’র প্র’তীক্ষার ক্ষণ তৈরি করেন। ছ’বিটির কাজ চ’লতি বছরে’র জানু’য়ারি’তে শেষ হয়ে’ছিলেন। এরপরই নতুন এ’কা’ধিক ছবিতে অভি’নয়ের প্রস্তাব পান অপু বিশ্বাস।

সবকি’ছুই পরিক’ল্প’না মতো চলছি’ল। কিন্তু হঠাৎ করেই করোনাভাইরাসের কারণে সব প’রিক’ল্পনা ভে’স্তে যায় তার। চিত্রা’ঙ্গনে’র কাজ ব’ন্ধ হলে ঘর’বন্দি হয়ে পড়েন এ জনপ্রিয় চিত্রনায়িকা। পারিবারিক পরিম’ণ্ডলে সময় কাটানোর পাশাপা’শি একমাত্র ছেলে জয়’কে নিয়েই ব্যস্ত থা’কতেন। করো’নার কা’রণে বন্ধ থাকা শুটিং আবার শুরু হলে স’ক্রিয় হয়ে ওঠেন অপু বিশ্বা’সও। মো’স্তাফিজুর র’হমান মানিকের পরিচা’নায় ‘আশীর্বা’দ’ নামের সরকারি অনু’দানে’র একটি ছবিতে চুক্তি’বদ্ধ হন।

চুক্তি স্বা’ক্ষ’রের মাত্র একদিনের মধ্যেই ছবিটি থেকে প্রযো’জক কর্তৃক’ তাকে বাদ দেয়া’র রব ওঠে। কিন্তু অপু বলেছেন, তিনি নিজেই ছেড়ে দিয়ে’ছেন ছবিটি। এ নিয়ে ব্যাপক আলো’চনা-সমা’লো’চনা তৈ’রি হয়। এ ঘটনার কয়ে’কদিন পরই সরকারি অনু’দানের আরেকটি ছবিতে চু’ক্তি’বদ্ধ হয়ে আবারও আ’লোচনায় জা’য়গা করে নেন অপু। ব’ন্ধন বি’শ্বাসের প’রিচা’লনায় এ ছবির নাম ‘ছায়া’বৃক্ষ’।

বর্ত’মানে এ ছবি নিয়েই ব্যস্ত সময় কা’টছে এ না’য়িকার। শুটিং ক’রছেন চ’ট্টগ্রামে’র রাঙ্গু’নিয়া উপজে’লার একটি চা বাগানে। চা বাগা’নের শ্রমি’কদের জীবনের নানা ঘটনা নিয়ে ছবি’টির গল্প তৈরি ক’রা হয়েছে। এতে চা বাগান শ্র’মিকের চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস
এ ছবির শুটিং শু’রুর পর সামা’জিক যোগা’যোগের মাধ্যমে প্রকাশিত স্থি’রচিত্রে দেখা ভিন্ন এক অপু বিশ্বাসকে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘অভি’নয় জীবনে আমি সব সময় স্বাভাবিক গেটআপেই অভিনয় করেছি। কিন্তু এতে যেহেতু চা বাগানের শ্রমিকের চরিত্রে অ’ভিনয় করছি, তাই তাদে’র মতো করে আমাকে সা’জতে হয়েছে। মেকাপের পর নিজেকেই নিজে চিনতে পারছি না।

আগে থেকেই চা শ্রমিকদের জীবন হাঁটা-চলা, কথা-বার্তা জানা ছিল না। শুটিং করতে এসে তাদের সঙ্গে মিশছি, তাদের জীবনযাপন সম্পর্কে সরাসরি জানছি, এতে করে চরিত্রটিকে প্রাণ’বন্ত করে তোলার সুযোগও পা’চ্ছি। আমার অভি’নয় জীবনে’র অন্য রকম একটি মাইল’ফলক হবে এ ছবি। আশা করছি ছবিটি প্রশংসিত হবে।’

টানা বিশ দিন এ ছবির শুটিং করে ঢাকায় ফিরবেন অপু বিশ্বাস। তার’পর নতু’ন ছ’বিতে অ’ভি’নয়ের বিষ’য়েও প্রাপ্ত প্র’স্তাব’গুলো ভেবে দেখবেন। অন্যদি’কে তার অ’ভিনীত ‘শ্বশুর’বাড়ি জি’ন্দাবাদ-২’ ছবিটিও মুক্তির অপে’ক্ষায় আছে। এ ছবি নিয়েও তিনি আ’শাবা’দী। ব্যক্তি জী’বনের অ’নেক চড়া’ই উতরাই অ’ক্রম করে আবারও গ’শীল হ’য়েছে এ চিত্র’নায়িকার অভিনয় ক্যারিয়ার। শত প্র’তিকূল’তা এলেও অভি’নয়ে আর অ’য়মি’ত হবেন না বলে জা’নিয়েছেন অপু বিশ্বাস।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.