





আগামী ৫ এপ্রিল সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘প্রতিশোধের আগুন’। আর চলচ্চিত্রের মধ্য






দিয়েই বাংলাদেশের চলচ্চিত্র জগতে ডানা মেলছেন নবাগত নায়িকা মৌ খাঁন । মৌ’র বিপরীতে নায়ক






জায়েদ খাঁন অভিনয় করেছেন ছবিটিতে । ছবিটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ আসলাম।






সম্প্রতি ছবিটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ প্রসঙ্গে নবাগত নায়িকা মৌ খান বলেন, ‘খুব সুন্দর একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘প্রতিশোধের আগুন’ ছবিটি। ছবিটির কাহিনী যা তাতে আশা করছি দর্শকদের মনের মতো একটি ছবি উপহার দিতে পারবো। সবাই আমার প্রথম ছবি ও আমার জন্য দোয়া করবেন। পরিবার নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন। আশা করি, দর্শকদের ছবিটি ভালো লাগবে।’ ‘প্রতিশোধের আগুন’ ছবিতে জায়েদ খান-মৌ খান ছাড়াও আরও অভিনয় করেছেন শাহরিয়াজ, অস্ট্রেলিয়া প্রবাসী নবাগত নায়িকা নাজ, সাদেক বাচ্চু, রেবেকা, ড্যানি সিডাক প্রমুখ।