Home / মিডিয়া নিউজ / কুকুর রক্ষার দাবিতে রাজপথে জয়া আহসান

কুকুর রক্ষার দাবিতে রাজপথে জয়া আহসান

রাজধানী থেকে ৩০ হাজার কুকুর স্থানান্তর করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সম্প্রতি এমন খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাণি অধিকারকর্মীরা।

প্রাণবিক ঢাকার দাবিতে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (PAW Foundation) উদ্যোগে

দুদিনব্যাপী দেয়ালচিত্রে পথকুকুরদের ছবি আঁকার শেষ দিনে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

রাজধানীর সাত মসজিদ রোডের ১০ নম্বর সড়কে আজ শনিবার করোনার মধ্যেই হাজির হন জয়া। সেখানে জয়ার মতো অনেকেই হাজির হয়েছিলেন। অনেকে হাজির হয়েছিলেন প্রিয় পোষ্যদের নিয়ে। এছাড়াও আরেক অভিনেত্রী নওশাবা আহমেদও সেখানে হাজির হন। সাত মসজিদ রোডের ওই সড়ক জুড়ে দেয়ালচিত্র। দেয়ালের পুরোটাজুড়েই রয়েছে কুকুর ও বেড়ালের ছবিতে আঁকা নানা বার্তা। যার একটি এমন, ‌‘ঢাকা শুধু মানুষের না, প্রাণী ও প্রকৃতিরও।’

আবার চোরের বয়ানে আরেকটি চিত্রকর্ম আছে এমন, ‌‘কুকুরের জ্বালায় ঠিকমতো চুরিও করতে পারি না।’ কুকুর বেড়ালদের এই দেয়ালচিত্র প্রদর্শনীতে দেখা যাবে কুকুর-বেড়ালের ভিড়ও। আর এই সব কুকুর-বেড়ালদের ভালোবাসার পরশ বুলাতে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও কাজী নওশাবা আহমেদ।

মূলত পথকুকুর নিয়ে সচেতনতা তৈরিতে পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার (প) ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ ও ২৯ আগস্ট ধানমন্ডির সাত মসজিদ রোডে (১০ নম্বর সড়ক) দেয়ালচিত্র আঁকার আয়োজন হয়েছে।

এ ব্যাপারে জয়া আহসান বলেন, ‘মানুষের সবচেয়ে কাছের প্রাচীনতম এই বন্ধুটির (কুকুর) ওপর চরম নির্দয়তার প্রকাশ আমরা প্রায়ই দেখতে পাই। এই অসংবেদনশীলতা দূর হোক তা আমি মনেপ্রাণে চাই। একটি প্রাণবিক ঢাকা গড়ার লক্ষ্যে এই আয়োজন চলছে। যেখানে ঢাকার সকল সচেতন নাগরিক, পরিবেশবাদী ও প্রাণী অধিকার কর্মীরা আসছেন। এসেছি আমিও।’

অভিনেত্রী নওশাবা বলেন, করোনার অলিখিত লকডাউনের মধ্যেই আমি আমার কুকুরকে হারিয়েছি। সত্যি, আমাদের প্রাণবিক ঢাকা দরকার। উল্লেখ্য, সাত মসজিদ সড়কজুড়ে ১৬০ ফিট দেয়ালচিত্র আঁকা হবে এই উদ্যোগের মাধ্যমে। আজ শনিবার ও গতকাল শুক্রবার অনেকটাই কাজ হয়েছে। বাকিটাও শিগগিরই শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.