





এই মুহূর্তে কর্মসূত্রে দুবাই গিয়েছেন নোরা ফাতেহি। স্টাইলে পরিপূর্ণ পোশাক পরে সোশ্যাল মিডিয়ায়






ঝড় তুলেছেন তিনি। তার সেরা কিছু ছবি আগুন ধরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা এক মুহূর্তেই ভাইরাল হয়েছে।






চলুন এক নজরে দেখে নেয়া যাক সেই ছবিগুলো- ছাপা পোশাকে ফুটে উঠেছে বক্ররেকার মত শরীর।






ছাপা পোশাকে ফুটে উঠেছে বক্ররেকার মত শরীর। ঘি রঙের গাউনে রাজকুমারীর মত লাগছে নোরা ফাতেহিকে। ঘি রঙের গাউনে রাজকুমারীর মত লাগছে নোরা ফাতেহিকে। জিন্স পরেও দুর্দান্ত ভঙ্গিতে এলাকা কাঁপিয়েছেন তিনি। ভেলভেট গাউনে নোরা ফাতেহিকে অতি সুন্দরী লাগছে। সুন্দর পোশাকে অতি সুন্দরী লাগছে নোরা ফাতেহিকে। এমন পোশাক পড়েছেন যাতে সুন্দর গোড়ালি উঁকি দিচ্ছে। মিডি পরে নোরাকে অত্যন্ত আকর্ষণীয় ও লাস্যময়ী মনে হচ্ছে। রূপের আগুন ও গ্ল্যামারের ছটায় চারদিক যেন ঝলসে উঠছে।
কালো পা কাটা পোশাকে নোরাকে যেন আরো ভাইব্র্যান্ট লাগছে। অভিনেত্রীকে শেষবার দেখতে পাওয়া গিয়েছে স্ট্রিট ডান্সার ৩ডি। ব্যালকনিতে দাঁড়িয়ে ঝড় তুলেছেন নোরা ফাতেহি।