





২৪ বছরের নিলিশা বসাক। ভারতের কলকাতার এই শিল্পী স্নাতক পাশ করে সঙ্গীতকে পেশা হিসেবে






নিয়েছেন। কলকাতা ও জেলার বিভিন্ন মেলা, জলসা, সেমিনারে গান পরিবেশন করেন তিনি। কলকাতায় নিলিশা বেশ পরিচিত নাম।






বিশেষত দোল, রথ বা পুজোয় পাড়ার জলসায় সে কলকাতার অন্যতম ব্যাস্ত শিল্পী। তবে জীবন বদলে






দিয়েছে করোনাভাইরাস। বন্ধ হয়ে গিয়েছে পেশা। গত মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে জীবন বদলে গিয়েছে নিলিশার।
ভারতের বেশিরভাগ জায়গা এখন স্বাভাবিক হলেও জনসমাগমে রয়েছে নিষেধাজ্ঞা। তাই সংসার চালাতে ফুটপাতে বসেছেন নিলিশা। সামনে দুধ, পাউরুটি, কুকিজ, বিস্কুটের সমাহার। দুই দাদার সহযোগিতায়, নিজের ব্যাংকে থাকা সঞ্চয় ভাঙিয়ে নিলিশা এখন পুরোদস্তুর দোকানদার।
প্রতিদিন সকাল ৬টায় কলকাতার হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশে ফুটপাতে নিজের বিকল্প পেশার ডালা খুলে বসেছেন নিলিশা। ব্রতী হয় নতুন এক জীবন সংগ্রামে।
যতদিন করোনার প্রকোপ না কাটছে, যতদিন না ফেরা যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দে, ততদিন এটাই পেশা। তাই আপাতত পাল্টে যাওয়া জীবনে দোকানদার হিসেবে সকাল বিকেলের অচেনা ব্যাস্ততা নিলিশার জীবনে। সূত্র: জিনিউজ