Home / মিডিয়া নিউজ / তিন বছর ধরে চলছে ‘এক মিনিট’-এর শুটিং!

তিন বছর ধরে চলছে ‘এক মিনিট’-এর শুটিং!

কক্সবাজারে সম্প্রতি শেষ হয়েছে রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ ছবির একটি গানের শুটিং।

এতে অভিনয় করছেন নায়ক সম্রাট ও নায়িকা শিরিন শিলা। অবাক ব্যাপার হলো, ২০১৫ সালের

এপ্রিলে ছবিটির শুটিং শুরু হয়েছিল ঢাকায়। তিন বছর আগে এর শুটিং শুরু হলেও এখনো তেমন অগ্রগতি নেই। এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ছবির কলাকুশলীরা।

নায়ক সম্রাট বলেন, ‘একটি মাত্র গানের শুটিং শেষ করেছি। এর আগে মারামারির দৃশ্যের শুটিং করেছিলাম ২০১৬ সালে। খুব ধীরগতিতে চলছে শুটিং। টানা কাজ না করলে ছবিতে অনেক ধরনের সমস্যা দেখা দেয়।’

কী কী সমস্যা হয় জানতে চাইলে সম্রাট বলেন, ‘প্রথমত আমি দুই বছর আগে যেমন ছিলাম, এখন তেমন নেই। কারণ, মানুষ প্রতিদিন বদল হয়। যে লুকে এর আগে শুটিং করেছি, সেটা আর নেই। দুই বছর আগে ছবিটি নিয়ে যে আগ্রহ ছিল, এখন সেটাও নেই। কারণ, শুটিং অনেক দেরিতে হলে ইচ্ছাশক্তি কমতে থাকে। মানুষের কাছে ছবিটি পুরাতন মনে হয়। এই ছবিতে আমি মিজু স্যারের সঙ্গে অভিনয় করেছিলাম। তিনি মারা গেছেন। সেই দৃশ্যগুলোর শুটিং আবারও করতে হবে। এ ধরনের অনেক সমস্যাই হয়।’

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.