Home / মিডিয়া নিউজ / পুরুষ হলে তামান্নার সঙ্গে প্রেম করতাম: শ্রুতি হাসান

পুরুষ হলে তামান্নার সঙ্গে প্রেম করতাম: শ্রুতি হাসান

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। পবন কল্যাণ, মহেশ বাবু, জুনিয়র এনটিআর,

রাম চরণ, আল্লু অর্জুন, সুরিয়াসহ প্রথম সারির অনেক তারকা অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি। বলিউড সিনেমাতেও তাকে দেখা গেছে।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে শ্রুতির বেশ ভালো বন্ধুত্ব। পুরুষ হলে ‘বাহুবলি’

সিনেমাখ্যাত এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করতেন বলে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেন, ‘আমার কাছে তামান্নাকে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। আমি পুরুষ হলে তার সঙ্গে প্রেম করতাম। সে তেমনই একটি মেয়ে।’

কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি। একাধিকবার তার প্রেমের গু’ঞ্জন শোনা গেছে। ২০১৬ সালের শেষ দিকে মাইকেল করসেলের সঙ্গে এই অভিনেত্রীর প্রে’মের গু’ঞ্জন শোনা যায়। তবে গত বছর এপ্রিলে তাদের ব্রে’কআ’পের খবর প্রকাশ্যে আসে। এই অভিনেত্রী জানান, ব্যক্তিগত জীবনে তিনি এখন সিঙ্গেল।

শ্রুতির পরবর্তী সিনেমা ‘বাকীল সাব’। এতে পবন কল্যাণের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া রবি তেজার সঙ্গে ‘ক্র্যা’ক’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.