Home / মিডিয়া নিউজ / পরীমণি ও রোশান দূরে কোথাও হারিয়ে যেতে চান

পরীমণি ও রোশান দূরে কোথাও হারিয়ে যেতে চান

তাদের গল্পটা শুরু হয়েছিল ২০১৬ সালে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ সিনেমায় জুটি

বেঁধে অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ ছয় বছরের বিরতি। ফের বড় পর্দায় একসঙ্গে আসছেন

তারা। সেই উপলক্ষে রোম্যান্টিক গানে মিষ্টি রসায়নে মজতে দেখা গেল তাদের।

বলছি চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক রোশানের কথা। তারা নতুন করে জুটি বেঁধেছেন ‘মুখোশ’ সিনেমায়। আগামী ৪ মার্চ এটি মুক্তি পাচ্ছে দেশজুড়ে। এ উপলক্ষে চলছে প্রচারণা। যেটার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ করা হয়েছে একটি গান।

গানটির শিরোনাম ‘ও মন’। লিখেছেন আব্রাহাম তামিম। ইমন চৌধুরীর সুর-সংগীতে গেয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানের দৃশ্যে দেখা গেল, পরীমণি ও রোশান কখনো গাড়িতে, কখনো রেস্তোরাঁয় আবার কখনো সবুজ প্রকৃতির মাঝে গিয়ে ভালোবাসায় মেতে উঠেছেন। ঠোঁট মিলিয়ে গাইছেন, ‘ও মন চলো দূরে দূরে কোথাও হারাই, ও মন চলো বাঁচি ভালোবাসার ইশারায়।’

এর আগে ‘মুখোশ’ সিনেমার ট্রেলার ও টাইটেল গান প্রকাশ হয়েছে। সেগুলো পেয়েছে প্রশংসা। দর্শকের মাঝেও তৈরি করেছে আগ্রহ। এখন দেখার পালা, মুক্তির পর কতটা সফল হতে পারে সিনেমাটি।

উল্লেখ্য, ‘মুখোশ’ নির্মাণ করেছেন ইফতেখার শুভ। এটি নির্মাতার লেখা উপন্যাস ‘পেজ নাম্বার ৪৪’ অবলম্বনে নির্মিত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিবেশনা করছে কপ ক্রিয়েশন।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম, পরীমণি ও রোশান। এছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.