Home / মিডিয়া নিউজ / পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত ‘মিস আর্থ বাংলাদেশ ২০২১’ বিজয়ী নাইমা

পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত ‘মিস আর্থ বাংলাদেশ ২০২১’ বিজয়ী নাইমা

গত ২৪ সেপ্টেম্বর ঢাকার এক পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত হয় বিশ্বের একমাত্র আন্তর্জাতিক পরিবেশ

সচেতন সুন্দরী প্রতিযোগিতা মিস আর্থ বাংলাদেশ ২০২১। লাইসেন্সি প্রতিষ্ঠান ত্রিপল নাইন গ্লোবাল

ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ যৌথভাবে আয়োজন করে এই আসরের যোগ্যতা হিসেবে প্রতিযোগীদের শিক্ষা,

মেধা, পরিবেশ চিন্তা ও উপস্থাপনার ভঙ্গিকে মানদণ্ড হিসেবে বিবেচনা হয়। এবারের আসরে

উম্মে জমিলাতুন নাইমা মিস আর্থ বাংলাদেশ ২০২১ এর মুকুট অর্জন করেন।

মিস এয়ার, ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হন যথাক্রমে সাকিলা তানহা, পিয়াল সরকার এবং ফাহমিদা বর্ষা। এছাড়াও ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হন।

সোনালী ব্যাগের আবিষ্কারক ড. মোবারক আহমেদ খান, পরিবেশ আন্দোলনের প্রবক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশ রক্ষা সংগঠক নায়লা বারী এবং পরিবেশবিদ ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ গবেষক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ আয়োজকদের ধন্যবাদ এবং সম্মাননায় ভূষিতদের অভিনন্দন জানিয়ে বলেন, মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ ও টেকসই পার্টনারশীপ। ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারি, মিস আর্থ বাংলাদেশ ২০২০ মেঘনা আলম এবং রোটারি ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী বিজয়ীদের মুকুট পরিয়ে দেন। থিম সং পরিবেশন করেন প্রত্যয় খান, আনিকা, রেপার হাসান ও আনু।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.