





রঙিন পাঞ্জাবিতে অন্যরকম দেখাচ্ছে গোঁফওয়াল জাহিদ হাসানকে। পাশে লাল বেনারসি পরা নতুন






মিষ্টি বউয়ের সাজে দাঁড়িয়ে আছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। অন্যদিকে বউ






নিয়ে বিপদে পড়েছেন জাহিদ হাসান! একটি নতুন নাটকে জাহিদ হাসানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। নাটকটির নাম ‘বউ নিয়ে বিপদে’। নাটকটি পরিচালনা করছেন আদিবাসী মিজান।জান্নাতুল ফেরদৌস পিয়া বলেন, নাটকের গল্পটি বেশ মজার। আমার অনেক মজা করে শুটিং করছি।
জাহিদ হাসান ভাই আমার পছন্দের একজন অভিনেতা। এই নাটকে তার সঙ্গে অভিনয় করতে পেরে অনেক ভালো লাগছে। ২০০৭ সালে মিস বাংলাদেশ-এর মুকুট জয়ের মাধ্যমে মিডিয়াতে আসেন মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌস পিয়া। মডেলিং দিয়ে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশে ও বিদেশে। র্যাম্পে তিনি মুগ্ধতা ছড়িয়ে চলছেন নিয়মিতই। বিশ্বের বিভিন্ন দেশেই তিনি কাজ করছেন মডেল হিসেবে। বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্বও পালন করছেন তিনি।