





কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম যত হবে ফলাফল ততটাই মিষ্টি হবে। ‘অভিনয়’






করাও কিন্তু অক্লান্ত পরিশ্রমের আরও একটি উদাহরণ। ‘অভিনয়’ মানে দু-একখান ডায়লগ মুখস্ত






করে ক্যামেরা সামনে দাঁড়িয়ে বলে দেওয়া নয়। আর এরই এক দৃষ্টান্ত দেখালেন বরুণ।






ইয়াশ রাজ ফিল্ম পরিচালিত নিজেদের নতুন ছবি ‘সুই ধাগা’ তে কাজ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন






বরুণ-আনুশকা। সম্প্রতি এই ছবির একটি সিনের জন্য প্রায় ১০ ঘণ্টা সাইকেল চালিয়েছেন বরুণ। তীব্র রোদে, ঘামে ভেজা শরীর নিয়ে ক্লান্ত হওয়া সত্ত্বেও কাজ করে গেছেন তিনি।
ইয়াশ রাজ ফিল্ম তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বরুণ-আনুশকার একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় সূর্যের প্রচণ্ড তাপে আনুশকাকে সাইকেলে চড়িয়ে নিয়ে যাচ্ছেন বরুণ। চিত্রটি ধারণ করা হয়েছে মধ্য প্রদেশে। আর এ জন্য বরুণ প্রায় ১০ ঘণ্টা সাইকেল চালিয়েছেন বলে জানান তারা।
চরিত্রের সঙ্গে সঙ্গে মানানসই পোশাকে দেখা যায় তাদের। ছবিটির জন্য তাদের দু’জনকেই আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছবির টিজারে দেখা যায় বরুণ সেলাই মেশিন চালাচ্ছেন। অন্যদিকে আনুশকা সুঁই-সুতা দিয়ে সেলাই কাজ করছেন।