





অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর পর মা’দ’ক কা’ণ্ডে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী






দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরের। না’রকো’টিকস ক’ন্ট্রোল






ব্যু’রো অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে। কিন্তু শুধু কেন মহিলা অভিনেতাদেরই






এই তদন্তে নাম জড়াচ্ছে। কেন শুধু তাদেরই সমন করা হচ্ছে? এমন বিষয় নিয়ে সরব হয়েছেন শাহরুখ খান কন্যা সুহানা।






নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সুহানা লিখছেন, ‘মহিলাদের জন্য সচেতনভাবে ঘৃণাকেই শুধু নারীবি’দ্বেষ বলা যায় না। অবচেতন মনেও নারীদের উদ্দেশ্যে শর্তপূর্ণ ঘৃ’ণ্য আচরণ থাকে। হয়ত সচেতন ভাবে আপনি জানেন যে, আপনি মহিলাদের ঘৃ’ণা করেন না। কিন্তু নিজেকে প্রশ্ন করুন। কোনো পুরুষের বদলে কোনো মহিলা কিছু করেছে শুনলে আপনি আরও বেশি উত্তেজিত হন।’
সুহানা আরও লিখেছেন, এই দ্বি’চারিতা খুব ভ’য়’ঙ্কর। এনসিবি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মা’দ’ক কা’ণ্ডে জড়িয়ে পড়া চার অভিনেত্রীকে। সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুতে মা’দ’ক যোগ বড় ভূমিকা নিয়েছে। মা’দ’ক যোগের জন্য গ্রেফতার হয়েছেন অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রি’য়া চ’ক্রবর্তী। তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন।
এরপর জানা যায় বলিউডের আরও বহু তারকা এই মা’দ’ক যোগের সঙ্গে জড়িত। কিন্তু তার মধ্যে প্রকাশ্যে এসেছে শুধুমাত্র কয়েকজন অভিনেত্রীদেরই নাম।