





পশ্চিমবঙ্গের আ’লোচিত অ’ভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের পছন্দ-অ’পছন্দ নিয়ে বরাবরই খোলামেলা






তিনি। এবার ডেটিং প্রসঙ্গে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে






দিয়েছেন তিনি। নিজের পছন্দ-অ’পছন্দ নিয়ে বরাবরই স্পষ্টবাদী শ্রীলেখা।






কোনও কথা নিয়ে রাখঢাক নয় বরং খোলাখুলি জানাতেই পছন্দ করেন অ’ভিনেত্রী। সে রাজনৈতিক মতাদর্শ হোক বা সহকর্মীর পোস্ট নিয়ে নিজের বক্তব্য। ডেটিংয়ের জন্য কেমন ছে’লে পছন্দ শ্রীলেখার আর কোন ধরনের ছে’লে একদম বাতিল সবটাই খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় জানালেন অ’ভিনেত্রী। সঙ্গে ডেটিং সেশনের এক ঝলক পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।
নতুন পোস্টে শ্রীলেখা নিজেই জানিয়েছেন ডেটিংয়ের জন্য তাঁর ভা’রতীয় ছে’লে একদম পছন্দ নয়। অ’ভিনেত্রীর মতে, ভা’রতীয় ছে’লেরা হট নয় তাই তারা ডেটিংয়ের জন্য একদম উপযু’ক্ত নয়। ফলে কাজের সঙ্গেই ডেটিং করতে ভালবাসেন তিনি। শ্রীলেখার এমন মন্তব্য নেটিজেনদের মধ্যে তৈরি করেছে বিরুপ প্রতিক্রিয়া।
আসলে কড়া বিধিনিষেধ উঠতেই নিজের ছবির ‘বেটার হাফ’ ছবির মিউজিক রেকর্ডিংয়ের কাজে স্টুডিওতে গিয়েছিলেন শ্রীলেখা। সেখান থেকেই একটি ছোট লাইভ করেন তিনি। কাজের কথা প্রসঙ্গেই মজা করে ওই মন্তব্য করেন অ’ভিনেত্রী। শ্রীলেখা এমনই। গ্লামা’র জগতের বেশির ভাগই যেখানে নিজেকে নিখুঁতভাবে অনুরাগীদের সামনে তুলে ধরতে চান, শ্রীলেখা সেখানে কিছুটা ব্যতিক্রমী।