





যাত্রাটা ছোট পর্দা দিয়ে শুরু হলেও বড়োপর্দায় সাফল্য পেয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।






অভিনয় করেন ২৪ টি সিনেমায়। অভিনয়ের পাশাপাশি ২০১৭ সাল থেকে নাটক নির্মাণ করছেন তিনি। মিলন এবার নাম লেখালেন চলচ্চিত্র পরিচালনায়। পরিচালক হিসেবে প্রথম সিনেমার হতে যাচ্ছে ‘লাল বাকসো’। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি নির্মিত হচ্ছে ওটিটি প্লাটফর্ম ‘সিনেবাজ’-এর ব্যানারে। মিলন জানান, ‘এর আগে অনেকগুলো নাটক তৈরি করেছি। সেসব ছিল সিনেমার প্রস্তুতি হিসেবেই। এবার সিনেমায় নামছি। এটি আমার জন্য আনন্দের ব্যাপার।’ নির্মাণের পাশাপাশি সিনেমার গল্পও মিলনের। চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মাসুম রেজা। ছবিতে কারা অভিনয় করবেন, শুটিং কবে সেগুলো এখনও চূড়ান্ত হয়নি।