Home / মিডিয়া নিউজ / তানজিন তিশাকে বের করে, সাফা কবিরকে ডুকানো হলো

তানজিন তিশাকে বের করে, সাফা কবিরকে ডুকানো হলো

দর্শকদের পছন্দের তালিকায় এখন শীর্ষে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’। প্রথম

থেকে নাটকটির বিভিন্ন চরিত্রে চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। একে একে

নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, আফ্রি সেলিনা, তানজিন

তিশা, মাশরুর ইনান, তটিনি,সাজ্জাদ হাসান রাজ, মারজুক রাসেল, মনিরা আক্তার মিঠু, আল মামুন,

আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।

নাটকটিতে বিশেষ চরিত্রে কয়েক পর্বে হাজির হয়েছিলেন তানজিন তিশা। তাকে দেখা গিয়েছিলো আকলিমা চরিত্রে। এবার সেই নাটকটিতে নতুন করে যোগ হয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এরইমধ্যে শু’টিংয়ে অংশ নিয়ে এর কাজ শেষ করেছেন সাফা। তাকে দেখা যাবে রানু চরিত্রে।

মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ধারাবাহিকটি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি। শুরু থেকেই তাদের অনেক অনেক প্রশংসা পেয়ে আসছি। নাটকটির প্রত্যেকটি চরিত্রকে তারা আপন করে নিয়েছেন। আমি আগেই বলেছিলাম এখানে প্রতি পর্বেই চমক থাকবে। চেষ্টা করছি সেটা ধরে রাখার। এখন নতুন পর্বের জন্য এতে যোগ হয়েছেন সাফা কবির। আরো আছেন ফজলুর রহমান বাবু ভাই।

সাফা কবির বলেন, নাটকটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ লক্ষ্য করেছি আমি। কাজটির সঙ্গে আমাকে যু’ক্ত করায় হিমি ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাকে দেখা যাবে রানু চরিত্রে। আমি গ্রামের মেয়ে, বাবার চিকিৎসার জন্য ঢাকায় আসি তারপর ‘হাউজ নং ৯৬’ বাসাতে উঠি। এরপরই ঘটতে থাকে নানান সব ঘটনা। বাকিটুকু জানতে হলে নাটকটি দেখতে হবে দর্শকদের। ‘হাউজ নং ৯৬’ নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে এনটিভিতে।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.