মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় মালবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (০৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মিরকাদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় কেউ নিখোঁজ নেই।
এরপরও নদীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছে।মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, সকাল পৌনে ৭টার দিকে মিরকাদিম এলাকা থেকে একটি মালবোঝাই ট্রলার ঢাকার উদ্দেশে রওনা হয়।
ট্রলারটি মিরকাদিম ঘাট থেকে কিছুদূর এগিয়ে ধলেশ্বরী নদীর দিকে যায়। সে সময় ঢাকাগামী জামাল হোসেন-৯ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ১০-১২ জন আরোহীসহ ট্রলারটি ডুবে যায়। সে সময় নদীতে অনেক বৃষ্টিও ছিল। স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পাই। যতদূর জানতে পেরেছি, ট্রলারে যারা ছিলেন সবাই সাঁতরে তীরে ওঠে গেছেন। এরপর কেউ নিখোঁজ আছে কি না, আমরা খুঁজে দেখছি।