Home / বাংলা নিউজ / দেশে সামাজিক বৈষম্য বিলুপ্ত হচ্ছে : স্পিকার

দেশে সামাজিক বৈষম্য বিলুপ্ত হচ্ছে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশে সামাজিক বৈষম্য বিলুপ্ত হচ্ছে। রোববার (৩ জুলাই) সংসদ ভবনে সামাজিক উন্নয়ন সংস্থা হেকস/ইপার বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, কোভিডকালে বাংলাদেশের মানুষের খাদ্য ও জীবনমানের নিরাপত্তার সুব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ, স্যানিটেশন উন্নয়ন, আদিবাসী মেয়েদের বাইসাইকেল সরবরাহ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে তাদের মূল স্রোতে সম্পৃক্ত করার লক্ষ্যে রংপুরের পীরগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর বিচক্ষণ পদক্ষেপের কারণে করোনা মহামারিকালে সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে ডোরা চৌধুরী বলেন, ২০০৬ সাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রংপুর, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে তৃণমূলের সুবিধাবঞ্চিত মানুষকে মূল স্রোতে আনতে হেকস/ইপার কাজ করছে। বর্তমান সরকার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় তিনি আশ্রয়ণ প্রকল্পে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সামাজিক উন্নয়নে সরকার সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। ইউনিয়ন-উপজেলা-জেলা পর্যায়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব কার্যক্রম বাস্তবায়নে কাজ করছেন। প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নারীসহ সংশ্লিষ্টদের দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এপিপিজির মহাসচিব শিশির শীল উপস্থিত ছিলেন।

About Reporter Zara

Check Also

দেশের মানুষ যেন কষ্ট না পায় আমরা সেই ব্যবস্থা করছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আমার একটা নেতাকর্মী যেন কোনো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.