Home / মিডিয়া নিউজ / মানুষের প্রাণ বাঁচাতে তারকারা ফায়ার সার্ভিসে চাকরি নিলেন!

মানুষের প্রাণ বাঁচাতে তারকারা ফায়ার সার্ভিসে চাকরি নিলেন!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চার তারকা চম্পা, ফেরদৌস, আইরিন ও ওবিদ রেহান এ মুহূর্তে ব্যস্ত সময়

পার করছেন । তারা চার জনেই এখন ফায়ার সার্ভিসে কাজ করছেন। ভয়ঙ্কর আগুন থেকে কীভাবে

মানুষকে রক্ষা করা যায় তার প্রশিক্ষণ নিচ্ছেন, দিচ্ছেন এবং সচেতন করছেন। তবে এসব কোনও

কিছু বাস্তবে নয়। ‘সেভ লাইফ’ নামে একটি ছবির দৃশ্যে দেখা যাবে তাদের এভাবে।ফায়ার ব্রিগেড

কর্মরত মানুষের জীবনকাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এ ছবিতেই এ চার তারকা ফায়ার সার্ভিসকর্মীর

ভূমিকায় অভিনয় করছেন। আর এটি পরিচালনা করছেন কাজী আমিরুল ইসলাম শোভা।

রজিধানীর গুলিস্তানের ফায়ার ব্রিগেড অফিসে প্রথম লটের কাজ শুরু হয়েছে। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এ ছবির কাজ চলবে।পরিচালক কাজী আমিরুল ইসলাম শোভা আমাদের সময় যট কমকে বলেন,

‘আমরা ফায়ার সার্ফিস কর্মকর্তাদের জীবনের নানা বাস্তবমুখী ঘটনা নিয়ে গল্প গড়ে ওঠেছে ছবিটির। মুলত এই ছবির মাধ্যমে মানুষকে সচেতন করায় আমাদের মুল উদ্দেশে বানানো হচ্ছে। আমরা প্রথম লটের কাজ শেষ করে দ্বিতীয় লটের কাছ শুরু করব আগামী ডিসেম্বর মাসে।

এ ছবিতে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা মেরিনা চরিত্রে অভিনয় করছেন চম্পা। চম্পা বলেন এ ছবিতে অভিনয় না করলে ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের কষ্টের কথা, নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা কখনই জানা হতো না। তাই ফায়ার ব্রিগেডে যারা কাজ করেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা রইল।’ফেরদৌস ছবিতে ঊর্ধ্বতন কর্মকর্তা জয়নালের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। তিনি বলেন, ‘যে জীবনকে খুব কাছে থেকে দেখার সুযোগ কখনই হয়ে উঠত না। ছবিতে কাজ করতে এসে বুঝলাম তারা কতটা কষ্ট করে মানুষের সেবা করেন।ছবিতে আরও অভিনয় করছেন চিত্রনায়িকা পপি ও আনিসুর রহমান মিলন।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.