Home / মিডিয়া নিউজ / হার্ডিঞ্জ ব্রিজে ধরা পড়লেন অপু-জয়!

হার্ডিঞ্জ ব্রিজে ধরা পড়লেন অপু-জয়!

পাবনার ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজে ‘প্রে’ম প্রীতির বন্ধন’ ছবির শেষ ভাগের শুটিং চলছে। উপমা

কথাচিত্রের ব্যানারে নির্মিত এই সিনেমা’র মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন অ’পু

বিশ্বা’স ও জয় চৌধুরী। গত ১৭ মে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিং

শুরু হয়। এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অ’পু বিশ্বা’সের সহশিল্পী হিসেবে কাজ করেছেন জয়।

সম্প্রতি জয়ের সঙ্গে পাবনার ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজে দেখা মিলেছে অ’পুর। সিনেমা’র শুটিংয়ের খোঁজ নিতে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে নাযক জয় বলেন, এই অঞ্চল আম’রা আরো টানা ১২ দিন কাজ করবো। ছবির ৭০ ভাগ কাজ আগেই শেষ হয়েছে। এখন অ’পু বিশ্বা’সকে নিয়ে পালিয়ে যাওয়ার সিক্যুয়েন্সের শুটিং করছিলাম। শটের ফাঁকেই কথা বলছি। আম’রা যখন দুজন পালাচ্ছি তখন আমাদেরকে স’ন্ত্রাসীরা আক্রমণ করে। এমন একটি দৃশ্যের শুটিং চলছে। এখানে বেশ গরম এরইমধ্যে ফাইট, দৌড় সব মিলে কঠিন দশা।

আরো পড়ুনঃ বন্ধুকে বিয়ে করছেন অভিনেত্রী প্রসূন আজাদ
আরো পড়ুনঃ সিদ্ধার্থের মৃত্যুশোক নিয়েই শুটিং ফ্লোরে ফিরছেন শেহনাজ!
তিনি আরও বলেন, ঢালিউড কুইন অ’পু বিশ্বা’সের সঙ্গে কাজটি নিয়ে খুব আশাবাদী আমি। আর হ্যাঁ আগামীকাল থেকে ছবির শুটিং অংশ নেবেন মিশা সওদাগর ভাই। সব মিলে দর্শক জমজমাট একটি চলচ্চিত্র পাবেন।

অ’পু-জয় ছাড়াও এই সিনেমায় আরো অ’ভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে। প্রসঙ্গত, অ’পু বিশ্বা’স অ’ভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতমাসে মুক্তি পায়। অ’পু অ’ভিনীত ‘ছায়াবৃক্ষ’ এবং ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দুটি মুক্তির অ’পেক্ষায় রয়েছে।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.