





সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী সিনেমা প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা






করে নিয়েছেন তাঁর মধ্যে ভাবনা অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায়






এসেছেন বহুবার। ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন। নতুন খবর হচ্ছে, শবনম ফারিয়া
নিজের ফেসবুকে লিখেছেন, শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না??? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহরের সব সুন্দর ছেলেরা বনানী! প্লিজ কেউ কিছু একটা করেন!
ফারিয়ার দেয়া স্ট্যাটাসের নিচে অভিনেত্রী ভাবনা লিখেছেন, ‘বনানী বাসা নাও প্লিজ। আমিও আসব থাকতে।’