





২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ডালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা






অপুর ঘর আলো করে আব্রাম খান জয়ের জন্ম হয়। দেখতে ৩ বছর পেরিয়ে গেল, সেই সাথে






আব্রামও অনেক বড় হয়ে গেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের একটি গান।
ভিডিওতে দেখা গেছে, ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ, কাম টু মি হোয়েন আই কল ইউ’, এই ছড়াগানটি আনমনে গেয়ে চলেছে জয়।
ছেলের গান মোবাইল ক্যামেরায় চুপিচুপি ধারণ করে সেই ভিডিও , আর সেই ছড়াগান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন জয়ের মা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেই। শুক্রবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করেন অপু।
এই ছড়া গান শুনেই তার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা । কেউ বলছেন, অনেক বড় হয়ে গেছে জয়। আর কেউ কেউ আদর প্রকাশ করছেন নানা ইমোজির মাধ্যমে।