





তিনি দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। তাঁর ফেসবুক পেজে ভক্ত সংখ্যা অসংখ্য। তাঁর সমালোচনাও করেন অনেকে,






আবার তাঁকে নিয়ে আলোচনাও। কিন্তু হিরো আলমকে এড়িয়ে যাওয়া কী সম্ভব! এবার এই হিরো আলমই ফেসবুকে






একটি ইউ টিউব চ্যানেল কিনতে চায়ছেন। নিজের ফেসবুকে সেকথা জানিয়ে একটি পোস্টও করেছেন তিনি।






কী লিখেছেন হিরো আলম। তিনি পোস্টে জানিয়েছেন, ‘আমি একটি ইউটিউব চ্যানেল কিনতে চাই। ১ লাখ সাবস্ক্রাইবার থাকতে হবে।
যদি কেউ বিক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন।’ অর্থাৎ নতুনরূপে ইউটিউবে আত্মপ্রকাশ করতে চান এই স্টার, মনে করা হচ্ছে এমনটাই।
বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় বিপুলভাবে জনপ্রিয়। সেক্ষেত্রে নিজের ইউ টিউব চ্যানেল প্রকাশ করে নতুনভাবে দর্শকদের মনে জায়গা করে নিতে চায়ছেন হিরো আলম, মনে করা হচ্ছে এমনটাই।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলাদেশের অভিনেত্রী পরীমণির সমর্থনে সরব হয়েছিলেন হিরো আলম। পরীমণির বাড়িতে পাওয়া মদের বোতল প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমি মদ্যপান করি না। সেই কারণে আমার বাড়িতে খালি বা ভর্তি মদের বোতল নেই।’ কিন্তু এই মন্তব্য করেও পরীমণির পাশে দাঁড়িয়েছিলেন তিনি।
এদিকে তাঁকে নিয়ে ট্রোল বাহিনী যে সক্রিয় সেকথাও জানেন হিরো আলম। হিরো আলমের আক্ষেপ, ‘অনেকে তাঁকে বদনাম করার চেষ্টা করেন। মনে করেন তাঁর সঙ্গে কাজ করলে মান সম্মান কমে যাবে।’ তিনি বলেছিলেন, ‘হিরো আলম যাই করুক সেটা নিয়েই ট্রোল করতে হবে। শিক্ষিত কিছু মানুষ মূর্খের মতো ব্যবহার করেন।’