





দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দাপটের সঙ্গে দুই বাংলায় সমানতালে কাজ করে






যাচ্ছেন। অভিনয়ের বাহিরেও জয়া আহসান ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। নানা সময়ে






তার বয়স, প্রেম, বিয়ে নিয়ে গুঞ্জন ভেসে আসে। বিভিন্ন সময়ে বিভিন্ন নাম জড়িয়ে তাকে নিয়ে চর্চা






হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে, এই বয়সেও জয়া যেভাবে নিজের শরীর ধরে রেখেছেন তা সচরাচর দেখা যায় না। ফলে ১৮ বছরের তরুণীদের চেয়েও জয়াকে বেশি আকর্ষণীয় মনে হয়। সাধারণত নারী তারকাদের উত্থান হয় ২০ এর কোঠায়। বয়সের সঙ্গে সঙ্গে তাদের প্রোমোশন হয়েছে তন্বী কিশোরী থেকে মা-মাসির চরিত্রে। তবে জয়া ব্যতিক্রম!
এখনো নায়িকার চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। এদিকে সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে চার সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন এই অভিনেত্রী। আর ভিডিওটি দেখে রীতিমতো কুপোকাত নেটাগরিকরা। আর এট যে তাদের বেশ মনেও ধরেছে সেটি এর ভিউ দেখলেই বুঝা যায়।