Home / মিডিয়া নিউজ / বলিউডের কোনও হিরোইন মিঠুনের সঙ্গে কাজ করতে চাইতেন না, ফাঁস হল গোপন তথ্য

বলিউডের কোনও হিরোইন মিঠুনের সঙ্গে কাজ করতে চাইতেন না, ফাঁস হল গোপন তথ্য

কথায় আছে সাফল্যের সিঁড়ি কখনো সহজ হয় না। ব্যতিক্রম নয় অভিনেতা-অভিনেত্রীদের জীবনেও।

সফল অভিনেতা ও অভিনেত্রীদেরও যদি কর্ম জীবনের খোঁজ নিয়ে দেখা যায় তো উঠে আসবে নানান

ঘটনা। এই সাফল্য একদিনে আসেনি। হাজার হাজার বাধা অতিক্রম করার পর একজন সাধারণ মানুষ

থেকে সেলিব্রেটি হয়ে উঠেছেন সফল অভিনেতা অভিনেত্রীরা। এরকমই এক সংগ্রামের গল্প লুকিয়ে

আছে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর জীবনেও। একটা সময় তিনি টলিউড ও বলিউডে প্রায় রাজত্ব

করেছেন বলা যায় কিন্তু তার অভিনয় জীবনের শুরুটা এতটাও সহজ ছিল না। অভিনয়ের স্বপ্ন নিয়ে বলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী সামনে এসেছিল হাজার হাজার বাধা। সেই সমস্ত পথ অতিক্রম করেছেন তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে। একথা তিনি নিজেও অনেকবার জানিয়েছেন।

একবার অভিনেতা নিজেই জানিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে কাজের প্রথমদিকে তার হাতে কাজ এলেও অভিনয় করতে তার সাথে চাইতেন না কোন অভিনেত্রী। সাথে সাথে তিনি আরও বলেন তখনকার কথা আর টেনে আনতে চাই না। তবে অনেক কথাই কানে আসতো। কারণ হিসাবে অন্যতম ছিল মিঠুন চক্রবর্তীর প্রতিদ্বন্দ্বী অভিনেতারা চাইতেন না অভিনেত্রীরা তার সাথে কাজ করুক।

যদিও তার সহ-অভিনেতাদের এরকম ব্যবহারের কারণ মিঠুন চক্রবর্তীর অজানা সে কথাও জানান তিনি। তবে সেই সময়ে জিতান আমান ছক ভেঙে এসে বরাবরই দাঁড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তীর পাশে সেকথাও জানান মহাগুরু এবং এরপরে কিছুদিনের মধ্যেই সুপারস্টারের তকমা পেয়েছিলেন তিনি।

এরপর অবশ্য মিঠুন চক্রবর্তীকে আর ঘুরে তাকাতে হয়নি। তার পরবর্তী সময়ে সাফল্যের গল্প সকলের জানা। একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি ইন্ডাস্ট্রিকে। বক্স অফিসফুল মহাগুরুর ঝড় উঠেছিল ইন্ডাস্ট্রিতে। মৃগয়া থেকে যাত্রা শুরু করে আজও একইভাবে তার সেই দাপট বজায় রয়েছে দুই ইন্ডাস্ট্রিতেই।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.