





‘ললনা’ গান দিয়ে নেট দুনিয়ায় পরিচিত হয়েছেন গায়ক শেখ সাদী। এরপর জনপ্রিয় গানের কাভার






করার বাইরেও প্রকাশ করেছেন বেশ কিছু মৌলিক গান। মৌলিক গান প্রকাশের চেষ্টা এখনও অ’ব্যাহত






তার। এরই মধ্যে জানালেন নতুন খবর। গায়ক থেকে এবার সিনেমার নায়ক হচ্ছেন তিনি।






‘সংশ’য়ী’ নামে নতুন একটি সিনেমায় চু’ক্তিব’দ্ধ হয়েছেন তিনি। আবু তাওহীদ হিরন নামে এক নির্মাতা






ছবিটি নির্মাণ করবেন। নতুন ছবিতে চু’ক্তিব’দ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে শেখ সাদী বলেন, ‘ভালো লাগছে নতুন এক অভি’জ্ঞতার মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। হিরন ভাইয়ের হাত ধরে সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে অনেক উ’ত্তে’জনা কাজ করছে। খুব সুন্দর একটি গল্প পেয়েছি আমরা। আশা করি ভালো কিছু হবে।’
মজার বিষয় হচ্ছে সিনেমাটির নায়িকাও হচ্ছেন নতুন এক মুখ। বি’তর্কি’ত ও স’মালোচিত অ্যা’প টিকটক থেকে নেওয়া হয়েছে তাকে। টিকটকে তার নাম অনামিকা ঐশী। সেখানে তার রয়েছে লাখ লাখ ফলোয়ার। পরিচালক নিশ্চিত করেছন ২০ জুন থেকে ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে ছবিটির শু’টিং হবে।
পরিচালক হিরন জানান, ‘‘সংশয়ী’ সিনেমাটি একটি ভালোবাসার গল্প। যেখানে দিবা চরিত্রে কাজ করবেন অনামিকা ঐশী এবং অনি চরিত্রে কাজ করবেন শেখ সাদী। হয়তো অনেকে বলতে পারে নতুনদের নিয়ে কাজ করছি কেন? আমি বলবো নতুন কিছু করার আশায়। আশা করছি ভালো কিছু তাদের নিয়ে করার চেষ্টা করবো।’