





হালের জনপ্রিয় নায়ক অনন্ত। বাংলাদেশের চলচিত্র যখন ধ্বংসের মুখে সেই সময় একাধিক






উন্নতমানের সিনেমা তৈরি করে, নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন অনন্ত জলিল। এই পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমা তৈরি করেছেন তিনি।






নতুন খবর হচ্ছে, এবার অনন্ত জলিলের পূর্বের সব সিনেমার বাজেট ছাড়িয়ে গেছে তার সিনেমা ‘দিন দ্য ডে’। অনন্ত নিজেই জানান, এ সিনেমার বাজেট ১০০ কোটি টাকা।
এতো বাজেট আর এতো লোকেশনের কথা বলার পর সিনেমাটির যে টিজার প্রকাশ পেয়েছে তা পড়েছে তুমুল
সমালোচনার মুখে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ট্রোল। নেটিজেনরা বলছেন, ‘এটা তো সিনেমা নয়, আলিফ লায়লা।