Home / মিডিয়া নিউজ / সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে কখনও দেখাও হয়নি কারিনার

সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে কখনও দেখাও হয়নি কারিনার

অমৃতার সঙ্গে বিচ্ছেদের পরও মেয়ে সারার সঙ্গে সাইফের সম্পর্কে ঠিক কেমন? কারিনার সঙ্গেই

বা সারার কেমন সম্পর্ক? এই সবকিছু নিয়েই অনেকেরই অনেক কৌতুহল রয়েছে। পতৌদি পরিবারের

সম্পর্কের রসায়নের পর্দা উঠেছিল ‘কফি উইথ করণ’-এর কাউচে যেদিন মেয়ে সারার সঙ্গে একসঙ্গে

এসে হাজির হয়েছিলেন সাইফ আলি খান। সামনে এসেছিল, সম্পর্কের অনেক কথাই।

সম্প্রতি, করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর কাউচে হাজির হয়েছিলে প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা

কাপুর। যারা নাকি আবার বি-টাউনে শত্রুপক্ষ বলেই শোনা যায়। কফি কাউচে কারিনা-প্রিয়াঙ্কার কথোপকথনেও উঠে এলো নানান কথা। কাপুর কন্যা এই শোয়ে এসে জানান, সেদিনকার কথা, যেদিন সাইফ কন্যা সারা তার সঙ্গে প্রথমবার দেখা করতে এসেছিল। কারিনা জানান, সারা সেদিন তার বিখ্যাত ‘পু’ চরিত্রের (কাভি খুশি কাভি গম ছবিতে কারিনার চরিত্র) ‘ইউ আর মাই সোনিয়া’ গানের পোশাক পরে দেখা করতে পৌঁছেছিলেন, কারণ সারা কারিনার ভীষণ ভক্ত ছিলেন। পাশাপাশি করিনা আরও জানান, তার সঙ্গে সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতার কোনওদিনই দেখা হয়নি।

করিনাকে করণ প্রশ্ন করেন, শুনেছি তুমি সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গেও সু-সম্পর্ক বজায় রাখো? পাশাপাশি প্রশ্ন করা হয়, তোমার সঙ্গে অমৃতার কি কথা হয়? উত্তরে সাইফের বর্তমান স্ত্রী বলেন, না, আমার সঙ্গে অমৃতার কোনওদিনই দেখা হয়নি, কথাও হয়নি। তবে আমি অমৃতাকে শ্রদ্ধা করি। তিনি আরও জানান, সাইফের সঙ্গে আমার আলাপ অমৃতার সঙ্গে তার বিচ্ছেদের বহু বছর পর। সাইফ সেসময় কারোর সঙ্গেই ছিল না, সিঙ্গল ছিল।

কারিনা সাইফের সঙ্গে তার সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে জানান, গ্রীসে সাইফ তাকে প্রথম প্রেম নিবেদন করেন। করিনা জানান, ‘তশন’ ছবির ‘ছলিয়া ছলিয়া’ গানের শুটিং-এর সময় সাইফ তাকে বিয়ের প্রস্তাব দেন। কারিনার কথায়, একদিন সকালে উঠে হঠাৎই সাইফ বলল, চলো বিয়ে করে ফেলি। সাইফ বলে, চলো এখানকার কোনও চার্চে যাই আর বিয়ে করি। ও (সাইফ) বলে আমি কোনও কিছুকে তোয়াক্কা করি না, বাকী জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই।

তিনি আরও জানান, সাইফ তার সন্তান সারা ও ইব্রাহিমের কথাও জানিয়ে বলে, ওরা ওর জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। পরে তিনিও সাইফকে তার প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন, এবং তাকে বিয়ে করতে সমস্ত সমস্যা সম্মুখীন হতেও রাজি বলে জানিয়েছিলেন বলে মন্তব্য করেন বেবো।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.