Home / মিডিয়া নিউজ / ভিডিও গেমের নাম ‘হিরো আলম মলম’, ক্ষেপে গিয়ে যা বললেন হিরো আলম

ভিডিও গেমের নাম ‘হিরো আলম মলম’, ক্ষেপে গিয়ে যা বললেন হিরো আলম

দেশে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত নাম হিরো আলম। অল্প সময়ে সংবাদ শিরোনাম হওয়া এক ব্যক্তি।

যার পুরো নাম আশারাফুল ইসলাম আলম। মিডিয়াতে তিনি হিরো আলম নামেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দু আছেন হিরো আলম।

এবার নতুন করে খবর হচ্ছে হিরো আলম নিয়ে এবার তৈরি হলো ভিডিও গেমস। গেমসটির নাম ‘হিরো আলম মলম।’ এটি পাওয়া যাবে গুগল প্লে-স্টোরে।

দেখা যায় ‘অ্যাডভেঞ্চার পাজল’ ধরনের গেমের আদলে তৈরি করা হয়েছে ‘হিরো আলম মলম’ গেমটি। অন্যান্য ‘অ্যাডভেঞ্চার পাজল’ গেমের মতোই খেলতে হবে এটি। একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে কতগুলো বিপদজনক ধাপ অতিক্রম করার মধ্য দিয়ে। তবে এই গেমটি নিয়ে আপত্তি জানিয়েছেন হিরো আলম।

আজ ২৮ জুলাই রবিবার গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমাকে নিয়ে যারা ব্যবসা করছেন আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। আমার নামে গেম তৈরি হবে আমি জানবো না এটা তো ঠিক না। আমি হিরো আলম, আমি মজা করার পাত্র না। আমাকে নিয়ে অনেক ব্যঙ্গ, রঙ্গ করেছেন সবাই। এখন আমি এই সব লোকদের বিরুদ্ধে পদক্ষেপ নিবো শ্রীঘ্রই।’

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.