





রাজ শুভশ্রীর পথ অনুসরণ করতে চাননি অভিনেত্রী। স্টার কিডের স্পটলাইট থেকে কিছু দিনের জন্য






হলেও দূরে রাখতে চেয়েছিলেন। কিন্তু এক জন পাবলিক ফিগার হওয়ার কিছু সমস্যা আছেই।আর






সে কারণেই নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না পূজা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার মা হওয়ার






আস্বাদ নিচ্ছেন অভিনেত্রী। গর্ভধারণের দীর্ঘ ৯ মাস ও প্রাণ সৃষ্টির পরবর্তী ৩ মাস কেটে গেল। এই






৩৬৫টা দিনের অভিজ্ঞতার কিছু টুকরোর আভাস দিলেন আনন্দবাজার ডিজিটালকে। এরই সঙ্গে ছেলের ছবি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েও মুখ খুললেন পূজা।
প্রথম বার গর্ভধারণ। কেবল মাত্র ম্যাটার্নিটি লিভ নিতে চেয়েছিলেন অভিনেত্রী। চাননি গোটা দুনিয়া স্তব্ধ হয়ে যাক। কিন্তু ভাগ্যের লিখন কে টলাতে পারে। গভীর অসুখে জর্জরিত হয়ে পড়ল চারপাশ। ভেবেছিলেন, প্রথম সন্তানের আহ্বানে কোনও খামতি রাখবেন না।
নিজেকে আদরে রাখবেন। ইচ্ছে ছিল পরিবার, আত্মীয়সজন ও বন্ধুবান্ধবদের ভিড়ের মাঝে গর্ভে বারুক তাঁর সন্তান।
কিন্তু একা পড়ে গেলেন। এমনকি কলকাতা থেকে মুম্বইত পৌঁছতে পারেননি পূজার মা। যাতায়াত করা তখন আরও বিপজ্জনক ছিল। তবে হবু মায়ের সঙ্গ ছাড়েননি হবু-বাবা কুণাল বর্মা। পূজার স্বামী পুরো সময়টায় বাকি খামতিগুলোকে ভরাট করে দিয়েছেন। তাই আজ আর ততটাও আফসোস নেই পূজার। তার পর তো কৃশিব এল। কৃষ্ণ ও শিবের নাম মিলে নাম রাখা হল ‘কৃশিব’। ক্ষণিকের জন্মযন্ত্রণার পর পুরো জীবনটাই পাল্টে গেল যেন অভিনেত্রীর।