





আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে নতুন একটি বছর। পুরনোকে বিদায় দিয়ে নতুন করে






সব কিছু সাজিয়ে নিতে চায় সবাই। সেই তালিকায় আছেন অভিনেতা ও সঙ্গীতশিল্পী






তাহসান খান। এ বছর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের হিসেব মিলিয়েছেন তিনি।
তার ভাষায়, ভালোটুকুই রেখেছি। বাকিটা ভুলে গিয়েছি। সম্প্রতি নিজের অফিসিয়াল ফ্যানপেজে তাহসান চলতি বছরে তার উল্লেখযোগ্য কাজের ৫১টি ছবি পোস্ট দিয়েছেন। ছবিগুলো দেখার আগে তিনি উল্লেখ করেছেন, ক্যাপশন পড়া বাধ্যতামূলক।
তাহসান আরও লিখেছেন, সম্ভবত আমার যতটুকু প্রাপ্য ছিল, তার চেয়ে বেশি পেয়েছি। ধন্যবাদ।
গানের পাশাপাশি অভিনয় জগতেও দাপিয়ে বেড়াচ্ছেন তাহসান খান। সম্প্রতি শততম নাটকের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিনেতা।
ধারাবাহিক নাটক ‘কাছের মানুষ’ দিয়ে নাটকে অভিষেক হয় তাহসানের। এরপর তাহসান অভিনয় করেন আরও বেশ কিছু নাটকে, যার মধ্যে অনেক নাটকই দর্শকপ্রিয়তা পায়। অভিনয়, গানে তাহসান হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় তারকা। নাটক, গানের পাশাপাশি সমান তালে কাজ করছেন বিজ্ঞাপনেও।
তাহসানের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মনফড়িং এর গল্প’, ‘মনসুবা জংসন’, ‘নীল পরী নীলাঞ্জনা’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘এংরি বার্ডস’, ‘মিস্টার এন্ড মিসেস’ প্রভৃতি।