





ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথমবার মা হতে চলেছেন। আজ শনিবার






কোয়েলের সপ্তম বিবাহবার্ষিকী। আর এমন দিনেই নতুন খবর জানালেন এই নায়িকা।






স্বামী নিশপাল সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে এমন সুসংবাদটি কোয়েল নিজেই জানিয়েছেন। কোয়েল লিখেন, ‘দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই।’
এরপর তাদের দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সবার ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কোয়েল।
উল্লেখ্য, সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিশপাল সিংয়ের সাথে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল। এরপর থেকে বেশ সুখে শান্তিতেই সংসার করছেন তিনি। বিয়ের পরেও বহু সিনেমাতে অভিনয় করেছেন কোয়েল। এখনও নিয়মিত কাজ করতে দেখা যায় তাকে। তবে এখন অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি।