Home / মিডিয়া নিউজ / জলাশয়ে মাছ ধ’র’ছেন নায়ক সাইমন

জলাশয়ে মাছ ধ’র’ছেন নায়ক সাইমন

তারকাদের মধ্যে অনেক রকম শখই থাকে। ভক্তদের আগ্রহ মেটাতে সেই সব শখের কথা গণমাধ্যমগুলো

তুলে আনে প্রশ্ন-জিজ্ঞাসায়। জানা যায়, কারো বাগান করা শখ, কারো ভ্রমণ করতে ভালো লাগে, কেউ বই জমান, কেউ কেনাকাটা করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা সাইমন সাদিকের ভালো লাগার একটি কাজ মাছ ধরা। তিনি নিজেই সেই কথা জানিয়েছেন। তাকে প্রায়ই দেখা যায় সুযোগ হলে মাছ ধরতে নেমে যান তিনি কাদা-জল মেখে।

কৃষিতে সারাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিশোরগঞ্জ জেলা। এ জেলার সুনাম রয়েছে নানা রকম মাছের জন্যও। কিশোরগঞ্জ সদরের কলাপাড়া এলাকার ছেলে সাইমন। বেড়ে উঠেছেন হাওর-বাঁওড় আর প্রকৃতির সান্নিধ্যে। গ্রামে এলেই সেই পুরোনো দিনগুলোর মতো বন্ধুদের নিয়ে মেতে থাকেন আড্ডায়, তারকাসুলভ আচরণকে পাশ কাটিয়ে। তার জন্য এলাকায় বেশ প্রশংসিতও ‘পোড়ামন’খ্যাত এ নায়ক।

গ্রামে এলেই খোঁজ করেন কোথাও মাছ ধরার সুযোগ মেলে কি না। সুযোগটি এলে সেটি মিস করেন না তিনি। তেমনি সুযোগ পেয়ে কনকনে শীতের মধ্যেও নেমে পড়লেন জলাশয়ে। পানি সেচে ধরলেন প্রচুর মাছ। মাছ ধরার দৃশ্য কাছ থেকে দেখে বেশ উপভোগ করলেন এলাকার উৎসুক জনতা।

মাছ ধরার ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন সাইমন। দেখা গেল টাকি, কই, শোল, পুঁটি, শিংসহ আরও অনেক মাছই ধরা পড়েছে সাইমন ও তার টিমের কাছে।

সাইমন সেই অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘টানা শুটিং করেছি কয়েক দিন। একটু অবসর নিতেই ভাবলাম গ্রামে যাই। বাবা-মাকে দেখে আসি। তাছাড়া গ্রামে শীতের যে আমেজ সেটা শহরে একদমই নেই। গ্রামে এসে বন্ধুদের নিয়ে মাছ ধরার সুযোগ পেয়ে নেমে পড়লাম। অনেক মাছ ধরা পড়েছে আজ।’

এ মাছ বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভাগাভাগি করে নেবেন সাইমন। সেই সঙ্গে আজ রাতের মেন্যুতেও এসব মাছ থাকবে বলে দাওয়াত দিলেন মজা করে।

প্রসঙ্গত, ‘জান্নাত’ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র খ্যাত নায়ক সাইমন বর্তমানে কাজ করছেন ‘আনন্দ অশ্রু’, ‘কাজের ছেলে’সহ বেশকিছু ছবিতে।

About Sayma

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.