Home / মিডিয়া নিউজ / আবারও এফডিসিতে নির্বাচন, ভোটগ্রহণ আজ

আবারও এফডিসিতে নির্বাচন, ভোটগ্রহণ আজ

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে জয় লাভ করেন ইলিয়াস কাঞ্চন। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের লড়াই এখন আদালতে গড়িয়েছে।

এমন পরিস্থিতিতে এফডিসিতে আরও এক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করবেন। এবারের নির্বাচনে একটি প্যানেলের নেতৃত্বে আছেন আতিকুর রহমান লিটন ও অন্য এক প্যানেলের নেতৃত্বে আছেন কামাল মো. কিবরিয়া। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৬০০।

সদ্য বিদায়ী সভাপতি ওমর সানি সমর্থিত আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. এনামুল হক শাহ, মো. ফয়সাল, রাহা তানহা খান, জাহাঙ্গীর সিকদার।

কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, আনোয়ার হোসেন আনু, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, শাহ মো. আলমগীর বাচ্চু।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.