





সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী সিনেমা প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা






করে নিয়েছেন তাঁর মধ্যে অপু বিশ্বাস অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন।






নতুন খবর হচ্ছে, লকডাউনের এ সময়টাতে বাসায় সময় কাটাচ্ছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু






বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়ের কথা চিন্তা করেই বের হচ্ছেন না বাড়ি থেকে। মনোবল বাড়ানোর






জন্য ঘরের কাজের পাশাপাশি করছেন শরীরচর্চা। সময় নিউজের সঙ্গে আলাপকালে এমনটাই বলেন এ অভিনেত্রী।






অপু বিশ্বাস বলেন, ‘আমরা খুব কঠিন সময় পার করছি। আমাদের প্রথম লকডাউন কিন্তু এত কড়াকড়ি ছিল না। মনে কষ্ট নিয়ে দিন পার করছি। আশা করেছিলাম, সবাই ভ্যাকসিন নিয়ে খারাপ পরিস্থিতি পার করতে পারব। কিন্তু মহামারি আরও বেড়ে গেল। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এটি খুবই চিন্তার বিষয়।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অপু বিশ্বাস। তার মতে, সঠিকভাবে সবাই যদি আমরা লকডাউন মেনে চলি তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। করোনাযুদ্ধে জয়ী হওয়া যাবে।
অনুরোধ করে জনপ্রিয় এ চিত্রনায়িকা বলেন, ‘সুন্দর পৃথিবীতে আমরা আবার প্রাণভরে নিঃশ্বাস নিতে চাই। তার জন্য অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। নিজেদের নিরাপত্তার জন্য অযথা ঘোরাঘুরি বন্ধ করা দরকার। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি।