





হালের জনপ্রিয় নায়ক অনন্ত। বাংলাদেশের চলচিত্র যখন ধ্বংসের মুখে সেই সময় একাধিক উন্নতমানের সিনেমা তৈরি করে,






নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন অনন্ত জলিল। এই পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমা তৈরি করেছেন তিনি।






সম্প্রতি এক সাক্ষাৎকারে জলিল বলেন, মিডিয়াতে স্বামী-স্ত্রীর সুখ শান্তি ঘরের ছাদ ভেঙে পালিয়ে যায়। আমরা কখনই চাইনা আমাদের সুখ শান্তি জানালা বা ছাদ ভেঙে পালিয়ে যাক।
এই কারণে ব্যবসার কাজে কোথাও গেলেও সবসময় বর্ষাকে নিয়ে যাই। আমার সাথে থাকলো এবং ব্যবসাও বুঝলো। চুল কাটাতে যেতাম ধানমন্ডিতে। সেখানেও তাকে পাশে বসিয়ে রাখতাম। অনেকেই গার্লফ্রেন্ড সাথে রাখে। কিন্তু আমি বউকে সবসময় সাথে রাখি। এটা আমার অভ্যাস।